নিজস্ব সংবাদদাতা : ঈদুল আজহা উপলক্ষে ওব্যাট হেল্পার্স বাংলাদেশের উদ্যেগে এবং ওব্যাট থিং ট্যাংক সেচ্ছাসেবীদের সহযোগীতায় রাজধানীর মিরপুর ও মোহাম্মাদপুরে ২ হাজার ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হলো কোরবানির মাংস। এর মধ্যে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মাদপুরে ১৩০০ ও ঈদের প্রথম দিন বুধবার মিরপুরে ১০০০ অসহায় পরিবাররের মাঝে বিতরণ করা হয় মাংস । এসময় উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মো.রাজুসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।