মুন্সিগঞ্জ সংবাদদাতা : ঈদুল ফিতরের ছুটিতে সবাই পরিবার-পরিজন নিয়ে আনন্দ করলেও সে সুযোগ পাননি দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মাসেতুর শ্রমিক-কর্মকর্তা-প্রকৌশলীরা। ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা সেতুর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন প্রায় পাঁচ হাজার শ্রমিক।
শনিবার সরেজমিনে দেখা গেছে, আগামী বছর জুনের মধ্যেই স্বপ্নের সেতুকে চলাচলের উপযোগী করার লক্ষ্যে পুরোদমে চলছে নদী শাসনের কাজ। সেই সঙ্গে বসানো হচ্ছে সেতুর দুই পাশে প্যারাপেট ওয়াল-রেলিং। এগিয়ে চলেছে রোড ও রেলওয়ে স্ল্যাব বসানোর কাজও
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী পার্থ সারথী বিশ্বাস জানান, নদী শাসনের ব্লকের ফাঁকে গুঁড়ি পাথর দিয়ে পোক্ত করে বসাতে দুরমুজের কাজ চলছে। রোদ-বৃষ্টি মাথায় নিয়েই কাজ করছেন শ্রমিক।
প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী জানান, প্যারাপেট ওয়াল বসেছে এক হাজার ২৭টি। ইউরোপ থেকে আনা নতুন ১৯২টি স্ট্রেনজারের ৫৬টি বসে গেছে। পদ্মাসেতুর রেলওয়ে স্ল্যাব স্থাপনের অগ্রগতি ৮৯ শতাংশ মূল সেতুর অগ্রগতি ৯৩ দশমিক ৫ শতাংশ, নদী শাসনের অগ্রগতি ৮৩ শতাংশ এবং রোডওয়ে স্ল্যাবের অগ্রগতি ৮৪ শতাংশ।