বিডি ঢাকা ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলার ২ লাখ ৬ হাজার ৯৭৩ জন দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তি বা পরিবার ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল পাচ্ছে।
এর মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৫৪ হাজার ৮৪৯ জন কার্ডধারীর জন্য ৫৪৮.৪৯০ মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন কার্ডধারীর জন্য ৪৬.২১ মেট্রিক টন, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ৭৩ হাজার ৮৩৫ জন কার্ডধারীর জন্য ৭৩৮.৩৫০ মেট্রিক টন, শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন কার্ডধারীর জন্য ৪৬.২১ মেট্রিক টন, গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৩৩ হাজার ৮০২ জন কার্ডধারীর জন্য ৩৩৮.০২০ মেট্রিক টন, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন কার্ডধারীর জন্য ৪৬.২১ মেট্রিক টন, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের ১৭ হাজার ৪৮৮ জন কার্ডধারীর জন্য ১৭৪.৮৮০ মেট্রিক টন চাল, নাচোল পৌরসভার ৩ হাজার ৮১ জন কার্ডধারীর জন্য ৩০.৮১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ভোলাহাট উপেজলার ৪টি ইউনিয়নের ৯ হাজার ৮৭৫ জন কার্ডধারীর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৯৮.৭৫০ মেট্রিক টন চাল।
জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রটি জানান, চালগুলো এরই মধ্যে কার্ডধারীদের মধ্যে বিতরণ শুরু হয়েছে।
এদিকে আমাদের নাচোল প্রতিনিধি জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার গরিব, অসহায় ও দুস্থ ৩ হাজার ৮১ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে নাচোল পৌরসভা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নীলুফা সরকার এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি জানান, সবাই যেন ভালোভাবে ঈদ উদ্যাপন করতে পারে সে জন্য নাচোল পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ৩ হাজার ৮১টি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এদিকে নাচোল উপজেলার মোট চারটি ইউনিয়নে ১৭ হাজার ৪৮৮টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইসিটি অফিসার সোহেল রানা, পৌর লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব উপস্থিত ছিলেন।