বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। জেলা সদরের অভিজাত মার্কেট বলে খ্যাত মডার্ন (নিউ) মার্কেট, ক্লাব সুপার মার্কেট, শহীদ সাটু হল মার্কেটসহ জেলার বিপণি বিতানগুলোয় ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
জেলা সদরের মার্কেটগুলো ঘুরে দেখা গেছেÑ শাড়ির দোকানগুলোয় ক্রেতা কম থাকলেও গার্মেন্টসের তৈরি পোশাকের দোকান, জুতা স্যান্ডেলের দোকান, প্রসাধনীর দোকানে ক্রেতাদের ভিড়। তবে ক্রেতাদের মধ্যে নারীদের আধিক্য।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার মেয়েদের পোশাকের মধ্যে সারারা, গারারা ও নাইরা নামের তিনটি পোশাক বেশি বিক্রি হচ্ছে। তবে সুতি পোশাকের চাহিদাই বেশি। এছাড়াও অন্যান্য পোশাকও বিক্রি হচ্ছে।
ক্লাব সুপার মার্কেটের আজরা ফ্যাশনের মালিক নারী উদ্যোক্তা লিজা খান নিজেই বিক্রি করছেন ছোট-বড় মেয়েদের তৈরি পোশাক। তিনি জানালেন, টুকটাক বিক্রি হচ্ছে। লেহেঙ্গা বা অন্যান্য ডিজাইনের পোশাকের চেয়ে এবার সারারা, গারারা ও নাইরা নামের তিনটি পোশাক বেশি বিক্রি হচ্ছে। তবে সুতি পোশাকের চাহিদাই বেশি। বড় মেয়েদের এই তিনটি পোশাকের প্রতিটির দাম ২ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকার মধ্যে।
এদিকে নিউমার্কেটের টাঙ্গাইল শাড়ি ঘরের মালিক মো. আব্দুল কাদের বলেন, বেচা-বিক্রি টুকটাক শুরু হয়েছে। এবার টাঙ্গাইল সুতি শাড়ির দাম ৫০০ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা রয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে ক্লাব সুপার মার্কেটের জুতা স্যান্ডেল বিক্রেতা আতিক জানান, শনিবার থেকে ক্রেতারা ভিড় করছেন। বিক্রিও টুকটাক হচ্ছে।
তবে বেশির ভাগ বিক্রেতা জানিয়েছেন, এ সপ্তাহেই মার্কেটগুলোতে ক্রেতার আনাগোনা শুরু হবে। কেননা, চাকরিজীবীরা এ সপ্তাহেই বেতন পেয়ে যেতে পারেন।