মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

ঈদ উৎসব শেষে ঢাকায় ফেরা শুরু,বাস- ট্রেন-লঞ্চের ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২১৭ বার পঠিত

অনলাইন নিউজ :করোনা মহামারির দুই বছর পর পুরনো ঈদ আনন্দে মেতেছিল দেশবাসী। ঈদ শেষে এবার কর্মস্থলে ফেরার পালা। বৃহস্পতিবার (৫ মে) থেকে খুলেছে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। ঈদ আনন্দ উপভোগ করতে যারা নাড়ির টানে রাজধানী ছেড়ে গ্রামে গেছেন, পরিবারের সঙ্গে কাটানো সেই সুখের স্মৃতি নিয়ে তারা এখন ফিরছেন কর্মস্থলে। গতরাত থেকেই বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী হচ্ছেন মানুষ।

বৃহস্পতিবার (৫ মে) সকালে রাজধানীর বিভিন্ন টার্মিনালে মানুষকে ঢাকায় ফিরতে দেখা যায়। তবে সংখ্যাট কম থাকলেও ঢাকামুখী মানুষের সংখ্যাটা একেবারেই কম ছিল না। একই চিত্র লঞ্চঘাট ও রেল স্টেশনেও। প্রতিটি জায়গায় ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে।

আগামীকাল ও পরশু ভিড় বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ যারা বৃহস্পতিবারের (৫ মে) ছুটি নিতে পেরেছেন, তারা আগামীকাল শুক্রবার ও শনিবার আরও দুই দিনের সাপ্তাহিক ছুটি পাবেন। ফলে রোববারের আগে আরও দুই দিন সময় থাকবে তাদের হাতে। অনেকের শনিবার ফেরার ইচ্ছা থাকলেও গাড়ি না পাওয়ায় তাদের একদিন আগে আসতে হবে।

রংপুরের বাসিন্দা আলম হোসেন সকালে নামেন কমলাপুর রেল স্টেশনে। তিনি বলেন, পরিবার নিয়ে আসি নাই। কদিন পর মানুষের চাপ কমলে পরিবার ঢাকায় আসবে। আমি এখান থেকে সোজা অফিস যাব।

চট্টগ্রাম থেকে আসা কবির ভূইয়া বলেন, আসতে কোনো বাড়তি চাপ অনুভব করিনি। আমার রোববার থেকে অফিস তবে ঢাকায় আত্মীয় বাসায় যাব। আগেই প্ল্যান করা তাই চাপ বাড়ার আগেই চলে আসলাম।

ট্রেনের মতো বাস ও লঞ্চ টার্মিনালেও ঘরে ফেরা মানুষদের কর্মস্থলে ফিরতে দেখা গেছে। মহাখালী, গাবতলী বাস টার্মিনালেও দেখা গেছে কর্মস্থলে ফেরা মানুষের দৃশ্য। সদরঘাট এলাকায় সকাল থেকেই রাজধানীতে ফেরা মানুষের ভিড়ে গমগম করতে দেখা যায়। লঞ্চ ঘাটে ভেড়ার পর যাত্রীদের নিয়ে গন্তব্যে ছুটে চলেন সিএনজি চালকরা। একসঙ্গে অনেক যাত্রী নামার কারণে ঘাটে অটোরিকশা সংকটও দেখা যায়। সেই সঙ্গে অটোরিকশা ভাড়াও বেশি।

নাবিল পরিবহন রংপুর, নীলফামারি সড়কে চলাচল করে। নাবিলের এক চালক সোহরাব বলেন, রাতে রওনা হয়ে সকাল ৮টায় গাবতলিতে পৌঁছেছি। রাতে জ্যাম দেখি নাই। তবে এখন থেকে সামনের দিনগুলো গাড়ি ও মানুষ দুটোরই চাপ বাড়বে। তাই যানজট বাড়তে পারে মনে করেন তিনি।

এদিকে ঢাকায় ফেরা মানুষগুলো অনেকেই গাড়ি থেকে নেমে সরাসরি অফিসের পথ ধরতে দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা পাড়ি দিয়ে বাড়ি যাওয়া ঈদের সকল দুর্ভোগকে ভুলিয়ে দেয় পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো। সুখের স্মৃতি নিয়ে ব্যস্ত শহরে ফেরা মানুষগুলো অপেক্ষায় আছে আরেকটি ঈদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com