চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। একটি নিউজ পোর্টালে জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু যুদ্ধ করেননি এমন একটি আপলোডকৃত সংবাদের মন্তব্যে প্রধানমন্ত্রী কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী। প্রেক্ষিতে সদর ও শিবগঞ্জ থানায় একটি করে মামলা দায়ের করেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম টুটুল ও উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম। এদিকে গত ৩ দিনেও আসামী গ্রেফতার না হওয়ায় ক্রমেই উত্তাপ্ত হচ্ছে জেলার রাজনীতি। বৃহষ্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও অশ্লীল মন্তব্য করার প্রতিবাদে এবং যুবদলের সেই নেতাকে গ্রেফতারের দাবীতে একটি মানববন্ধনের পর শুক্রবার সকালে একই দাবীতে উপজেলা যুবলীগের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মতিন, সাবেক সহ-সভাপতি রুহুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এডু, তোহিদুল আলম টিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ওয়ালিদ আহমেদ কমল, জেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব বরজাহান আলী, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আসফাকুর রহমান রাসেল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ অন্যরা। মানববন্ধনে সংহতি প্রকাশ করেছে আওয়ামী মৎস্যজীবি লীগ, মহিলা লীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যারা কটুক্তি করে তাদের স্থান এই শিবগঞ্জের মাটিতে হবে না। দ্রুত কটুুক্তিকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।