শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

উপজেলা চেয়ারম্যানের আতাউর হাট পরিদর্শন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৬৭৩ বার পঠিত

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাংসদ প্রতিনিধি লুৎফর হায়দার রশিদ ময়না উপজেলার বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর হাট পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন।এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, প্রধান শিক্ষক রবিউল ইসলাম ও সহকারী শিক্ষক কামাল হোসেন, ইউপি সদস্য আব্দুল লতিব ও ভন্জন কুমার মাহাতো প্রমুখ। এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, প্রত্যন্ত এলাকায় ব্যক্তি উদ্যোগে এমন সাপ্তাহিক হাট বসানো সত্যিই খুব প্রশংসীয় উদ্যোগ। তিনি বলেন, ব্যবসায়ীরাই হাটের প্রাণ, তাই ব্যবসায়ীদের প্রতি অনুরোধ নতুন এই হাটে ব্যবসা করতে গিয়ে যদি কিছুটা লোকসান হয় তাহলে সেটা স্বীকার নিয়েই তারা যেনো এখানে ব্যবসা করেন হাট পুরোপুরি চালু বা পরিচিতি অর্জন করলে সেই সমস্যা আর থাকবে না তিনি হাটের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাষ দিয়ে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আপনারা নৌকার প্রার্থীকে বিজয়ী করে উন্নয়ন বুঝে নিবেন ব্যতিক্রম হলে আপনারাই উন্নয়ন থেকে বঞ্চিত হবেন।জানা গেছে, উপজেলার বাঁধাইড় ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকার উচাডাঙ্গায় ইউপি আওয়ামী লীগের সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমানের উদ্যোগে স্থাপিত চেয়ারম্যান আতাউর হাট গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। বিগত ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারী স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পৃষ্ঠপোষকতা ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সহযোগীতায় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান প্রায় ৬৬ শতক জমি কিনে সেখানে ইউপি ভুমি অফিস, কমিউনিটি ক্লিনিক ও আতাউর চেয়ারম্যান নামে উচাডাঙ্গায় সাপ্তাহিক হাট স্থাপন করেন। যেটা ছিল ইউপি বাসীর কাছে অপ্রত্যাশিত উন্নয়ন যা তারা কখানো স্বপ্নেও ভাবেনি সেটা বাস্তব হয়েছে। মুন্ডুমালা পৌর এলাকার বাগমারাপাড়া গ্রামের বাসিন্দা কাঁচামাল ব্যবসায়ী নুরুজ্জামান টুটুল, শিবপুর গ্রামের মফিজুল ইসলাম, নারায়নপুর গ্রামের বিশ্বনাথ, তালুকপাড়া গ্রামের হুমায়ন কবির ও ইলামদহী গ্রামের আমিনুল ইসলাম বলেন, চেয়ারম্যান আতাউর হাট গ্রামীণ অর্থনীতিতে বড় ভুমিকা রাখছে। তারা বলেন, এটা ইউপি বাসীর কাছে একটা স্বপ্ন, তাই হাটের উন্নয়নের স্বার্থে আবারো আতাউর ভাইকে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, এটা এই জনপদের সকল মানুষের প্রত্যাশা। এদিকে আতাউর হাট প্রত্যন্ত পল্লীর অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে পাশাপাশি হাটকেন্দ্রিক মানুষের কর্মযজ্ঞ বেড়েছে। জানা গেছে, তানোর উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দুরে দুর্গম ও প্রত্যন্ত পল্লী এলাকা নিয়ে গঠিত বাঁধাইড় ইউনিয়ন পরিষদের (ইউপি) অবস্থান। বাঁধাইড় ইউনিয়নে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস এবং প্রায় ৯৫ শতাংশ মানুষ পুরোপুরি কৃষি নির্ভর। কিন্ত্ত ইউনিয়ন এলাকায় দৈনিক তো পরের কথা সাপ্তাহিক কোনো হাট-বাজার নাই। এখানকার অধিবাসীদের প্রায় ১০ কিলোমিটার দুরের বিল্লী-দরগাডাঙ্গা- মুন্ডুমালা ও কোয়েলহাট থেকে বাজার করতে হয়। এতে যাতায়াতে অতিরিক্ত অর্থ-সময ব্যয় ও অবর্নীয় দুর্ভোগ সহ্য করতে হয়। বিশেষ কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে চরম বিপাকে পড়ে অনেক সময় বাধ্য হয়ে পানির দামে বিক্রি করে দিতে বাধ্য হতে হয়। অথচ দেশ স্বাধীনের প্রায় পাঁচ দশকে ডজন খানেক ইউপি চেয়ারম্যান নির্বাচনের আগে হাট-বাজার স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে প্রতিশ্রুতির কথা ভুলে গেছে, এই বিষয়ে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তবে চেয়ারম্যান আতাউর রহমান ছিলেন ব্যতিক্রম তিনি নির্বাচনী এলাকার সাধারণ মানুষের কথা বিবেচনা করে স্থানীয় সাংসদের পক্ষে তিনি নিজ উদ্যোগে চেয়ারম্যান আতাউর হাট স্থাপন করে বাঁধাইড়ের রাজনীতিতে বিরল দৃস্টান্ত স্থাপন করেছেন। বাঁধাইড়ের রাজনীতিতে আতাউর হাট আতাউরকে জনপ্রিয়তার শিখরে পৌঁচ্ছে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com