বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের উপররাজারামপুর কেন্দ্রীয় গোরস্থানে শায়িত সকল নরনারীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে ইফতারির আয়োজন করা হয়।
শুক্রবার বিকাল ৫ টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোরস্থান ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
গোরস্থান ও মাদরাসা পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি, আবুল কালাম সামশুদ্দিন শরিফ মিয়ার সভাপতিত্বে মাহফিলে ইসলামের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ কামিল (আলিয়া) মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি ও প্রতিনিধিরা।