শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

একইদিনে ডিএমপির ৮ থানার ওসি বদলি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ১১৬৯ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুলিশ পরিদর্শক বদলি হয়েছেন ডিএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে।বুধবার (২৩ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।বদলি হওয়া ওসিদের মধ্যে- সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিপ্লব কিশোর শীলকে অফিসার ইনচার্জ তেজগাঁও শিল্পাঞ্চল থানায়, ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনকে ভাষানটেক থানায়, সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল মজিদকে উত্তরখান থানায়, ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ্ মো. আক্তারুজ্জামান ইলিয়াসকে উত্তরা-পশ্চিম থানায়, সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার নাসির উদ্দিনকে ডেমরা থানায়, শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মু. মোরাদুল ইসলামকে সবুজবাগ থানায়, তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহা. কামাল উদ্দীনকে উত্তরা-পূর্ব থানায় ও ভাষানটেক থানার ওসি মুন্সী ছাব্বীর আহম্মদকে খিলক্ষেত থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

একই আদেশে উত্তরা-পূর্ব থানার ওসি মো. নুরে আলম সিদ্দিকীকে ডিবি-গুলশান বিভাগ, উত্তরখান থানার ওসি মো. হেলাল উদ্দিনকে হেডকোয়ার্টার্স অ্যান্ড অ্যাডমিন বিভাগ, উত্তরা-পশ্চিম থানার অফিসার ইনচার্জ তপন চন্দ্র সাহাকে ডিবি-রমনা বিভাগ, খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনকে আইসিটি বিভাগ, সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলমকে ডিবি-রমনা বিভাগ, ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমানকে ডিবি-উত্তরা বিভাগ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মো. আলী হোসেন খানকে প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com