বিডি ঢাকা ডেস্ক
ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবাকে আরো সহজ ও স্বচ্ছ করার লক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুষ্ঠিত হয়েছে ভূমি সেবা সহজীকরণ বিষয়ক কর্মশালা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ। তিনি তার বক্তব্যে বলেন, ভূমি অফিস হলো জনগণের সবচেয়ে কাছের সেবা কেন্দ্র। একসময় সাধারণ মানুষকে নামজারি, খতিয়ান উত্তোলন বা খাজনা পরিশোধের জন্য দফায় দফায় অফিসে আসতে হতো এবং ভোগান্তি পোহাতে হতো। বর্তমান সরকার ভূমি সেবাকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের মাধ্যমে সেই হয়রানির অবসান ঘটিয়েছে। এখন ঘরে বসেই অনলাইনে জমির খাজনা পরিশোধ, নামজারির আবেদন বা খতিয়ান সংগ্রহ করা যাচ্ছে। এটি দেশের সেবাবঞ্চিত মানুষকে প্রকৃত অর্থে জনবান্ধব সেবা দেয়ার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
তিনি আরো বলেন, আমাদের মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি আন্তরিকভাবে জনগণের পাশে দাঁড়ান, তবে ভূমি সেবাকে আরো সহজ ও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। জেলা প্রশাসন এ বিষয়ে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
কর্মশালায় সভাপতির বক্তব্যে নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, ভূমি সেবা জনগণের মৌলিক অধিকার। আগে সেবা নিতে মানুষকে অনেক সময়, অর্থ ও পরিশ্রম দিতে হতো। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ভূমি সেবা অনলাইনে রূপান্তরের ফলে মানুষ খুব সহজেই ঘরে বসে সেবা পাচ্ছে। নাচোল উপজেলায় এ প্রক্রিয়াকে আরো গতিশীল ও স্বচ্ছ করতে আমরা নিরলসভাবে কাজ করছি। সকল কর্মকর্তা-কর্মচারী যদি দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেন, তবে জনগণ প্রকৃত অর্থে ভূমি সেবার সুফল ভোগ করতে পারবে।
এছাড়াও কর্মশালায় বক্তব্য দেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, বিএনপি নেতা আমিনুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।