বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে এতিম শিশু ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে হুডি, সোয়েটার, কার্ডিগান ও কম্বল বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এবং জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজ।
সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম জানান, ৫টি উপজেলার বেসরকারি এতিমখানায় এতিম শিশুদের জন্য হুডি-কার্ডিগান, সোয়েটার ও প্রতিবন্ধীদের কম্বল দেয়া হচ্ছে।