বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র উদ্যেক্তাদের নিয়ে নিরাপদ আম উৎপাদনে প্রত্যয়নের জন্য আন্তঃসংযোগ উন্নয়ন বিষয়ক বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সাসটেইনেবল এন্টারপ্রাইজ (এসইপি) প্রকল্পের আওতায় নিরাপদ আম উৎপাদন উপপ্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পলাশ সরকার।
কর্মশালায় আরো বক্তব্য দেন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামানিক, বরেন্দ্র কৃষি উদ্যোগের ম্যানেজিং পার্টনার ও সিইও মুনজের আলম মানিক।
নিরাপদ আম উৎপাদন বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রয়াসের এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. জহুরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, এসইপি প্রকল্পের এনভায়রনমেন্ট অফিসার ইকবাল মাহমুদ, ডকুমেন্টেশন অফিসার মনজিলা, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।
কর্মশালায় জেলার আমচাষিরা অংশগ্রহণ করেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।