গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ৩০ জুলাই বুধবার দুপুর বারোটার দিকে তার বাড়ি ফাঁকা পেয়ে অভিযুক্ত ধর্ষক সেই শিশুটিকে ধর্ষনের চেষ্টা করলে শিশুর আত্মীয় তাদেরকে দেখে ওই অভিযুক্ত ধর্ষক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে রহনপুর তদন্ত কেন্দ্রে ফোন করলে ফোন পেয়ে উপ-পরিদর্শক ফজলে বারী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ধর্ষক আব্দুল মতিনকে (৫৫) হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। সে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ঘাইবাড়ি গ্ৰামের মৃত জাফর আলী’র ছেলে।এ ঘটনায় ০১ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে এবং ওইদিনই অভিযুক্ত ধর্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। ভুক্তভোগীর মা বলেন, তার স্বামী একজন প্রতিবন্ধী আর সে বাড়ির বাইরে থাকায় সেই সুযোগে তাদের গ্রামের এক বাড়িতে ওই টিন মিস্ত্রি কাজ করতে এসে তাদের বাড়িতে ঢুকে তার মেয়েকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনাটি তার ননদ দেখে ফেললে ওই ধর্ষক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।ওই ধর্ষকের তারা ফাঁসির দাবি করেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক(এসআই) ফজলে বারী জানান, আমি ওই দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুল মতিনকে আটক করে থানায় নিয়ে যায় এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।