বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এবং শিশু ও কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে আবারো কাজ শুরু করেছে জেলা প্রশাসন। ইনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় এ বিষয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে সভা সেমিনার, সমাবেশ শুরু হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে জনসচতেনতা বৃদ্ধি করে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
বাল্যবিয়ে একটি সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করে সম্প্রতি পরিবার, কিশোর-কিশোরী ও অভিভাবকদের সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানো হয়।
সোমবার নতুন প্রকল্পের আওতায় ‘বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এবং শিশু কিশোর কিশোরীদের জীবনমান উন্নয়নে জনগণের ভূমিকা’ শীর্ষক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, রাজশাহী ও রংপুর বিভাগের ইউনিসেফ প্রধান এএইচ তৌফিক আহমেদ। সভা সঞ্চালনা করেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।
সভায় নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ড, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেনÑ এসডিজি অর্জন কিংবা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অন্যতম অন্তরায় হচ্ছে বাল্যবিয়ে। বাল্যবিয়ে শুধু নারীদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিতই করে না, তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এবং শিশু-কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। এজন্য বাল্যবিয়ে বন্ধ করা জরুরি। একাজে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, বিশেষ করে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিকসহ সকলকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি আইনের প্রয়োগ করতে হবে। এ জন্য ব্যাপক প্রচারণা চালাতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব বলে তারা মতামত দেন।