বিডি ঢাকা অনলাইন ডেস্ক
কচুয়ায় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে জাহাঙ্গীর আলম নামের এক কলাচাষী যুবকের স্বপ্ন ভেঙ্গে গেছে।
২বছর পূর্বে বাড়ির পার্শ^বর্তী আঙ্গিনায় শতাধিক কলা গাছ রোপন করেন তিনি। রোপনের পর থেকে প্রতিটি কলা গাছে বিভিন্ন প্রজাতির কলা আসে।
কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে পুরো কলা গাছ ভেঙ্গে যাওয়ায় স্বপ্ন ভেঙ্গে গেছে তার।
উপজেলার নয়াকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম পড়াশুনার পাশাপাশি সখের বশে বাড়ির আঙ্গিনায় কলাগাছ রোপন করেছেন। পরিচর্যা ও গাছ রোপন করতে অর্থ ব্যয় হলেও এখন তার স্বপ্ন ভেঙ্গে গেছে।
জাহাঙ্গীর আলম বলেন, পারিবারিক পুষ্টি ও অন্যান্য চাহিদা মেটাতে বাড়ির আঙ্গিনায় শতাধিক কলা গাছ রোপন করি। বর্তমানে এ কলা বাগানে অনেক কলা আসে।
কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে সবগাছ ভেঙ্গে গেছে। তাই পুনরায় এসব গাছ রোপন করতে উপজেলা কৃষি অফিসের সহযোগিতা কামনা করেন তিনি।