নিজস্ব সংবাদদাতা : করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আজ সকাল থেকে ঢাকার আশপাশের সাত জেলায় সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে।মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই বিধিনিষেধ চলবে আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত।
যে সাত জেলায় কঠোর বিধিনিষেধ চলছে সেগুলো হলো মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।এসব জেলায় ৩০ জুন পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। গণপরিবহন চলাচল করবে না। বাজার-শপিংমল বন্ধ থাকবে। জরুরি সরকারি অফিস ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিসও বন্ধ থাকবে। বিধিনিষেধ চলাকালীন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর পরিবহন এবং জরুরি পরিষেবায় নিয়োজিত পরিবহন চলাচল করতে পারবে।