নিজস্ব সংবাদদাতা : রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলা এলাকায় হাজী মুসা ম্যানশন নামে ৬ তলা ভবনের আগুনের ঘটনায় আশিকুজ্জামান ও ইশরাত জাহান মুনা দম্পতি লাইফ সাপোর্টে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
ডা. সামন্ত লাল জানান, আরমিটোলার আগুনের ঘটনায় প্রথম থেকেই চারজন আইসিইউতে ছিল। এর মধ্যে আশিক ও মুনার অবস্থার অবনতি হওয়ায় গত রাতে তাদেরকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। বাকি দুইজন আইসিইউতে আছে। বাকি ১৬ জন পোস্ট অপারেটিভে আছে। যেহেতু তাদের সবার শ্বাসনালী বার্ন রয়েছে, তাই তাদের শঙ্কামুক্ত বলা যাবে না।
শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তন্ময় প্রকাশ ঘোষ বলেন, ‘ভোরে আরমানিটোলার আগুনের ঘটনায় ২১ জন রোগী হাসপাতালে আসে। এদের মধ্যে একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২০জনকে ভর্তি রাখা হয়েছে।
চিকিৎসাধীনরা হলেন একই পরিবারের আশিকুজ্জামান (২৮), স্ত্রী ইশরাত জাহান মুনা (২৭), মুনার বাবা ইব্রাহিম সরকার (৬০), মা সুফিয়া বেগম (৫০), মুনার ভাই জুনায়েদ (১৮), তবে মুনার আরেক বোন ইডেন কলেজ ছাত্রী সুমাইয়া ঘটনাস্থলে মারা যায়। আরেক পরিবারের দেলোয়ার হোসেন (৫৫), স্ত্রী লায়লা বেগম (৪৫) দুই ছেলে শাফায়াত হোসেন (৩২) শাকির হোসেন (৩০), শাফায়াতের স্ত্রী মিলি আক্তার (২৩) ও তাদের দুই বছরের মেয়ে ইয়াশফা, খোরশেদ আলম (৫০) স্ত্রী চেশমেয়ারা বেগম (৪৫) ছেলে সাখাওয়াত হোসেন (২৭)
আরো যারা ভর্তি আছেন তারা হলেন আকাশ (২২), আসমা সিদ্দিক (৪৫), মেহেরুন্নেছা (৫০) পাবিহা (২৬), উনশি মোল্লা (৪০) মো. ফারুক হোসেন (৫৫)।