নিজস্ব সংবাদদাতা : করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুলিশ বাহিনীর ৯০ জন সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন র্যাবের। মৃত্যুর সংখ্যা বেশি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)।
দেশে গত বছরের ৮ মার্চ করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর একই বছর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে একটি অংশ চিকিৎসক ও চিকিৎসাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারি কর্মচারী ও গণমাধ্যমকর্মী, যাঁরা করোনাকালে সম্মুখসারিতে থেকে কাজ করেছেন।
পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের ২৮ এপ্রিল পুলিশে প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে এ পর্যন্ত পুলিশ বাহিনীতে করোনায় আক্রান্ত হন ২০ হাজার ২৯১ জন। বেশি আক্রান্ত হয়েছেন ডিএমপিতে, ৩ হাজার ৪১৩ জন। এরপরে রয়েছে র্যাব। করোনায় র্যাবের ২ হাজার ৬২৯ জন সদস্য আক্রান্ত হয়েছেন। সারা দেশে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১৯ হাজার ৩৯৬ জনই সুস্থ হয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার পুলিশ বাহিনীর ২৩৫ জন কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) ছিলেন। তাঁদের মধ্যে ১৮ জন র্যাব সদস্য রয়েছেন।
করোনায় পুলিশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ২৮ এপ্রিল। ওই দিন মারা যান কনস্টেবল জসিম উদ্দিন (৪০)। তিনি ডিএমপির ওয়ারী ফাঁড়িতে কর্মরত ছিলেন। সর্বশেষ মারা যান নরসিংদী পুলিশ লাইনসের পরিদর্শক মো. আসাদুজ্জামান (৫৬)। করোনা আক্রান্ত হওয়ার পর গত ২০ মার্চ তাঁকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।