ভোলাহাট সংবাদদাতা : করোনা সংক্রমণের উর্ধ্বমুখীতে তাই ভোলাবাসীকে সচেতন করতে মাঠে কাজ করছে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান । বিনামাস্কে অনেকেই বাসা থেকে বের হচ্ছেন। কাঁচাবাজার, শপিংমল ও বিপণিবিতান ও গ্রামের দোকানগুলোতে যাতায়াতকারীরা সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, বেশিরভাগের মুখে মাস্ক নেই। মাস্ক ব্যবহার না করার নানা অজুহাত দিচ্ছেন ভোলাহাটবাসী। এ কারণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সারাদেশের ন্যায় মাঠে কাজ করছে ভোলাহাট থানা পুলিশ।
বিশেষ করে ভোলাহাট আম ফাউন্ডেশনে করোনায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়ে বারবার মাইকিং করার জন্য আম ফাউন্ডেশনে গিয়ে খোজ নিচ্ছেন ওসি।ভোলাহাট থানার ওসি মাহবুবুর র রহমান বলেন, ‘জনগণকে উদ্বুদ্ধ করে মাস্ক ব্যবহারে সচেতন করার জন্যই আমাদের এই কর্মসূচি। আইন প্রয়োগ নয়, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করবো আমরা।’
তিনি আরো বলেন, ‘চলমান কর্মসূচির ধারাবাহিকতায় জনগণ অনেকটাই সচেতন হচ্ছে। তবে যারা এখনও মাস্ক ব্যবহারের উদাসীন, তাদের সচেতন থাকার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।