নিজস্ব সংবাদদাতা:কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-মহাপরিদর্শক মো. আসাদুজ্জামানকে।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) করে আদেশ জারি করা হয়েছে।
এর আগে আসাদুজ্জামান বগুড়ায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। দেশে জঙ্গিবাদ দমনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলামকে সম্প্রতি এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।