বিডি ঢাকা ডট কম নিউজঃ
আপনার পুলিশ আপনার পাশে’, ‘তথ্য দিন সেবা নিন’ স্লোগানে বাংলাদেশ পুলিশকে গণমুখী ও জনবান্ধব করতে রাজশাহী কাটাখালী থানাধীন (গুয়াবাসীনা) পাক ইসলামপুর রোকেয়ার মোড়ে অবস্থিত ৪ নং বিট পুলিশিং অফিস সংলগ্ন স্থানে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ শে আগস্ট রবিবার বিকেল সারে ৫ টার সময় কাটাখালী গুয়াবাসীনা ০৪ নং ওয়ার্ডের ০৪ বিট পুলিশিং এর আয়োজনে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় তদন্ত ওসি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশক মূলক বক্তব্য রাখেন,কাটাখালী থানার ওসি মো সিদ্দিকুর রহমান।
এস আই মেহেদী হাসানের সঞ্চালন আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দান কালে বলেন, মাদক বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় অনেক আংশে কমে এসেছে মাদক অনেকটা কমিয়ে ফেলেছেন বলে বক্তারা বক্তব্যে উল্লেখ করেন। থানা পুলিশকে জানিয়ে অনেক সাধারণ ছোট খাটো বিষয় গুলো আমরা নিজেরাই নিজেদের মধ্যে সমাধান করে থাকি।
উক্ত ওপেন হাউজ ডে সভায় উপস্থিত ছিলেন, ইউসুফ ইউনিয়নের ০৬ নং ওয়াডের মেম্বার গোলাম রাব্বানী, চৌমুহনী সালেহা শাহমোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েতুল হাসান মাস্টার, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কায়কো, সাবেক মেম্বার রোকেয়া বেগম, সাবেক হাই সাহেব মেম্বার। আরও উপস্থিত ছিলেন গুয়াবাসীনা ০৪ নং বিট ইনচার্জ এস আই মেহেদী হাসান , এসআই সিরাজ ও সহকারী বিট ইনচার্জ এএসআই চয়েন প্রমুখ।