বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পর্যটন কেন্দ্র ছৈলার চর থেকে অজ্ঞাত পরিচয় নারীর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার হেতালবুনিয়া গ্রামে ছৈলার চর পর্যটন কেন্দ্র ছৈলা বাগানের গাছের সাথে ঝুলান্ত অজ্ঞাত হিন্দু ধর্মালম্বী এক নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষখালী নদীর মাছ ধরা জেলেরা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে মরদেহটি গাছের সাথে ঝুলতে দেখতে পায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তবে কোনো পরিচয় জানা যায়নি। মৃত্যু নারীর হাতে শাখা এবং গলায় তুলশির মালা পরিহিত রয়েছে। তিনি একজন হিন্দুধর্মালম্বী বলে মনে করা হচ্ছে, তার বয়স আনুমানিক ৫০ বছর।
কাঁঠালিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফয়সাল আহমেদ মিঠু জানান, ছৈলার চর থেকে উদ্ধার হওয়া নারীর এখনও পরিচয় মেলেনি। ঝুলান্ত অবস্থায় তার শরীর থেকে মাংস পঁচে খশে পড়েছে। ধারনা করা হচ্ছে বেশ কিছু দিন পূর্বে তার মৃত্যু হয়েছে।
কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) এইচ এম শাহিন আলম জানান, খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। পড়নের শাড়ী দিয়ে ছৈলা গাছের সাথে গঁলায় ফাঁস দিয়ে তার মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে এক মাস পূর্বে তার মৃত্যু হয়। তার বয়স ৫০ বছর হতে পারে। এখনও তার পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।