মোঃ হারুন অর রশিদঃ রাজশাহীর কাটাখালীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছে।আজ শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২ টার দিকে কাটাখালী থানা সংলগ্ন কাপাশিয়া এলাকায় এ মর্মান্তিক দুঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,রাজশাহী থেকে ছেড়ে আসা হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাবার সময় কাটাখালী পৌছলে অপর দিক থেকে একটি মাইক্রোবাস ওভারটেক করার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসটি একেবারেই চূর্ণবিচূর্ণ হয়ে যায়।এ সময় মাইক্রোবাসে থাকা গ্যাস সিলিণ্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন লেগে যায়।এ সময় স্হানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিভিয়ে বিধ্বস্ত মাইক্রোবাসের ভেতর থেকে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ১১ জনের লাশ উদ্ধার করে।এ সময় ভেতরে ও রাস্তায় ছড়িয়ে ছিটে থাকা আরও ৮ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে আরও ৬ জনের মৃত্যু হয়।নিহতরা হলেন,রংপুরের পীরগঞ্জ থানার রাজারামপুর গ্রামের সালাউদ্দীন(৩৮),তার স্ত্রী কামরুন্নাহার(৩২),তাদের সন্তান সাজিদ(৯) ও সাবা(১৮ মাস),পীরগঞ্জ সদরের তাজুল ইসলাম ভুটু,তার স্ত্রী মুক্তা,তাদের সন্তান ইয়ামিন,দাড়িকাপাড়া গ্রামের মোখলেসুর রহমান,বড় মজিদপুর গ্রামের ফুল মিয়া ও তার স্ত্রী নাজমা,তাদের সন্তান সুমাইয়া,সাদিয়া ও ফয়সাল এবং চালক হানিফ মিয়া ওরফে পঁচা।বাকী দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।জানা গেছে,মাইক্রোবাসটি চালক সহ ১৭ জন যাত্রী নিয়ে রংপুরের পীরগঞ্জ থেকে রাজশাহীর আত্মীয়র বাসায় বেড়াতে যাচ্ছিল।এ দিকে রাজশাহীর এ মর্মান্তিক সড়ক দুঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন,রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও স্হানীয় সংসদ সদস্য আয়েন উদ্দীন।