বিডি ঢাকা ডেস্ক
রাতের আঁধারে মাদারীপুরের কালকিনিতে মো. রনি আহম্মেদ নিপুল নামে স্থানীয় একজন সাংবাদিকের প্রায় অর্ধশত ফলের গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এতে করে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী দাবী করেছেন। আজ শুক্রবার ভোরে পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রনি আহম্মেদ নিপুল একটি জাতীয় দৈনিকের কালকিনি উপজেলা প্রতিনিধি ও স্থানীয় একজন ব্যবসায়ী।
পুলিশ ও ভূক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, ওই সাংবাদিক তার নিজ জমিতে একটি লেবু গাছের বাগান তৈরি করেন। কিন্তু রাতে কেবা-কাহার ওই সাংবাদিকের লেবুর বাগানের প্রায় অর্ধশত লেবু গাছ কেটে ফেলেন। এতে করে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী দাবী করেছেন। এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রনি আহম্মেদ নিপুল বলেন, “আমার বাগানের প্রায় অর্ধশত লেবু গাছ রাতে কেটে ফেলেছে। এতে করে আমার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা বলেন, “সাংবাদিকের লেবু গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।”