বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর, পাইকপাড়া ও গোসাইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে।
সোমবার বিকেলে ৭টি অবৈধ করাতকলকে উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এসময় ২টি করাতকল মালিককে পাঁচ হাজার টাকা করে মোট দশহাজার জরিমানা করা হয়। ওই অবৈধ করাতকলে দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রজাতির গাছ চেরাই করে বনায়ন ধংস করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর রেঞ্জের আশরাফুল আলম দুলন, বোয়ালী বিট কর্মকর্তা মাসুম উদ্দিন আহমেদসহ প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।