বিডি ঢাকা ডেস্ক
শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীসহ আশেপাশের অঞ্চলের মানুষের জীবনযাত্রা। সোমবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে রাজশাহী অঞ্চলের আকাশ। দুপুর ১২টায় এই রিপোর্ট লেখার সময়ও রাজশাহীতে সূর্যের দেখা মেলেনি।
ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে সড়ক-মহাসড়কে।
সোমবার দিনের প্রথমভাগে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে কোন ফ্লাইট ওঠানামা করেনি। ঘন কুয়াশার কারণে নদীতে নৌকা চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে বৈরি আবহাওয়ার কারণে শ্রমজীবী মানুষ দুর্ভোগে পড়েছেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, আগামী কয়েকদিন রাজশাহী অঞ্চলের তাপমাত্রা হ্রাস পাওয়ার আশঙ্কা আছে। সড়ক মহাসড়কে হেডলাইট ও ফগলাইট জ্বালিয়ে যানবাহন চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে রোববার রাত ১২টার পর থেকেই রাজশাহীসহ আশেপাশের অঞ্চল ঘন কুয়াশায় ঢেকে যায়। সোমবার ভোর থেকে নামে কনকনে শীত। উত্তরের হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে রাজশাহীর মানুষের জীবনযাত্রা। বিশেষ করে শ্রমিক ও কৃষিজীবী মানুষেরা কনকনে ঠান্ডায় দিনে কাজে বের হতে পারেনি। মহানগরীর সড়কগুলিতে মানুষের চলাচল কমেছে।
ঘনকুয়াশায় ফসলের ক্ষতি হবে কিনা-জানতে চাইলে রাজশাহী কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক উম্মে ছালমা জানান, মাঠে মাঠে আলু বীজ রোপনের কাজ করছে চাষিরা। এক-দুদিনের কুয়াশায় তেমন ক্ষতির আশঙ্কা নেই। তবে কুয়াশা ও ঠান্ডা আবহাওয়া দীর্ঘায়িত হলে আলু বীজ অঙ্কুরোদম হতে দেরি হবে।