নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে ও মন্তব্যকারী যুবদল নেতা শহিদ কে গ্রেফতারের দাবীতে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ। শুক্রবার(৩ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে উপজেলা যুবলীগের আহবানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে দ্রত শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং জেলা যুবদলের যুক্ত সাধারন সম্পাদক শহিদুল হক হায়দারী কে গ্রেফতারের আহবান জানানো হয়। মানববন্ধন থেকে ৩ দিনেও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিকারী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতারা।
একটি নিউজ পোর্টালে জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন,কিন্তু যুদ্ধ করেননি এমন একটি আপলোডকৃত সংবাদের মন্তব্যে প্রধানমন্ত্রী কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং জেলা যুবদলের যুক্ত সাধারন সম্পাদক শহিদুল হক হায়দারী । প্রেক্ষিতে সদর ও শিবগঞ্জ থানায় একটি করে মামলা দায়ের করেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম টুটুল ও উপজেলা যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম।
এদিকে গত ৩ দিনেও আসামী গ্রেফতার না হওয়ায় ক্রমেই উত্তাপ্ত হচ্ছে জেলার রাজনীতি। বৃহষ্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও অশালীন মন্তব্য করার প্রতিবাদে এবং যুবদলের সেই নেতাকে গ্রেফতারের দাবীতে একটি মানববন্ধনের পর শুক্রবার সকালে একই দাবীতে উপজেলা যুবলীগের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।এদিকে একই দিন বিকেলে ভোলাহাট আওয়ামীলীগ একই দাবীতে একটি মানববন্ধনের ডাক দিয়েছে। মানববন্ধনে একাত্ততা ঘোষণা করে আওয়ামীলীগ,মৎসজীবিলীগ,মুক্তিযোদ্ধা কমান্ড,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে তৌহিদুল ইসলাম টিয়া, পৌরঃ সাবেক মেয়র রাজেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি, সত্রাজিৎপুর আওয়ামী লীগের নেতা মসিদুল ,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি বজলার রশিদ সনু,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মতিন এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল ,মোঃ আব্দুর রহমান এডু যুগ্ন সাধারন সম্পাদক শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সাবেক সাধারন সম্পাদক নয়ালাভাংগা ইউনিয়ন আওয়ামী লীগ।সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।