বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ‘কৃষি বাঁচাও, ‘কৃষক বাঁচাও’, ‘দেশ বাঁচাও’Ñ এই তিন স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলাশহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এই কর্মসূচির আয়োজন করে কৃষক সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
মানববন্ধন থেকে সার, ডিজেল, বিদ্যুৎসহ কৃষি উপকরণের বর্ধিত মূল্য প্রত্যাহার, ন্যূনতম ১৫০০ টাকা মণ দরে কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়, ভূমিহীন কৃষকসহ প্রকৃত উৎপাদক কৃষককে কৃষি কার্ড প্রদান, শস্য বীমা ও পল্লী রেশনিং চালু, কৃষি উপকরণে ভর্তুকি প্রদান, বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানানো হয়। এছাড়া বরেন্দ্র অঞ্চলের কৃষিতে সেচের পানি বিতরণে অনিয়ম-হয়রানি বন্ধেরও দাবি জানানো হয়।
সংগঠনটির জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেনÑ বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, রাকসুর সাবেক ভিপি ও কৃষক সমিতির বরেন্দ্র অঞ্চলের নেতা রাগিব আহসান মুন্না, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মিলন কুমার পাল, সহ-সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব। এছাড়াও দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেনÑ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জেলা শাখার সম্পাদক কামাল উদ্দিনসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জের মাটিকে পবিত্র উল্লেখ করে বক্তারা বলেন, এই জেলার মাটিতে কৃষকের তেভাগা দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলেন ইতিহাসের কিংবদন্তি নেত্রী ইলা মিত্র। সেই মাটিতে কৃষককে কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে আজও আন্দোলন করতে হচ্ছে। বক্তারা দাবিগুলো মেনে নেয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনের আগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।