বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহী জেলায় আড়তগুলোতে ৪০-৪৫ কেজির স্থলে ৫২-৫৪ কেজি মণে আম ক্রয় বন্ধ এবং ৩ জেলায় একই মাপে ওজন করে আম নেয়ার দাবিতে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে কৃষিমন্ত্রীর হাতে এ
স্মারকলিপি তুলে দেয়া হয়। এ সময় কৃষি সচিব ওয়াহিদা আক্তার উপস্থিত ছিলেন। স্মারকলিপি হাতে পেয়ে কৃষিমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দেন।
চাঁপাইনবাবগঞ্জের আম উদ্যোক্তা ও ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব গণমাধ্যমকর্মী আহসান হাবিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন- শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান
শামীম, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বরেন্দ্র কৃষি উদ্যোগের মুনজের আলম, ফার্মি এগ্রোর রফিকুল ইসলামসহ অন্যরা।এর আগে একই স্থানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কৃষি সেক্টরে কি কি করণীয় কার্যক্রম গ্রহণ করা যায় সে বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।