বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কৃষি কর্মকর্তা মুক্তি রানী দাসের ব্যবহৃত মোবাইল ফোন টি হারিয়ে যায়।
পরবর্তীতে নাচোল থানায় অভিযোগ দায়ের করলে নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান হারিয়ে যাওয়া মোবাইল ফোন টি উদ্ধারে তদন্তের নির্দেশ দেন।
এরই প্রেক্ষিতে কম সময়ের মধ্যে মোবাইল ফোন টি উদ্ধার পূর্বক কৃষি কর্মকর্তা মুক্তি রানী দাসের নিকট হস্তান্তর করেন ওসি মিন্টু রহমান।
রোববার রাতে মিন্টু রহমান বলেন, নাচোল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। যে কোন প্রয়োজনে নাচোল থানার ওসি মিন্টু রহমানের দরজা খোলা আছে বলেও জানান তিনি।