অনলাইন নিউজ : কোভ্যাক্সের আওতায় চীনের ২০ লাখ করোনা টিকা ঢাকায় আসছে আজ রাতেই। এ টিকার চালান শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ঢাকায় পৌঁছাবে।শুক্রবার ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান এ তথ্য জনিয়েছেন।
তিনি এক বার্তায় জানান, সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের ২০ লাখ টিকা নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রাত পৌনে ৯টায় বেইজিং এয়ারপোর্ট ছেড়ে বাংলাদেশের পথে রওনা হয়। আজ দিবাগত রাত ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এদিকে আমেরিকার মডার্না টিকার ফ্লাইট শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ভি আই পি লাউঞ্জের পাশে টার্মিনাল ২ এর সামনে ডিউটি সিকিউরিটি অফিসারের পাশের জায়গাতে স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, আমেরিকা রাষ্ট্রদূত উপস্থিত থেকে মিডিয়া ব্রিফ করবেন।