নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হককে বদলি করা হয়েছে। রোববার (১৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তার বদলির আদেশ কোম্পানীগঞ্জ থানায় পাঠানো হয়।
সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রবিউল হককে বদলি করে নোয়াখালী ডিবিতে দেওয়া হয়েছে এবং পুলিশ সুপারের কার্যালয় থেকে আবুল কালাম আজাদ নামে একজনকে কোম্পানীগঞ্জ থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২/৩ মাস ধরে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হকের বিরুদ্ধে মাদক সেবন ও মাদক বিক্রির অভিযোগ এনে তার বদলি চেয়েছেন। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও রবিউলের কর্মকাণ্ডে অসন্তুষ্টি প্রকাশ করে তার বদলি চেয়েছেন।
বদলির বিষয়ে জানতে চাইলে পরিদর্শক (তদন্ত) রবিউল হক কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে কোম্পানীগঞ্জ থানায় কর্মরত ১০ পুলিশ অফিসার একযোগে বদলির আবেদন করেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর এ বদলির আবেদন করেন তারা।