বিডি ঢাকা ডেস্ক
বাগেরহাটের মোংলা থেকে ২ হাজার লিটার মবিলসহ বিপুল পরিমান চোরাইপন্য উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাইলো সংল্গন কাটাখাল এলাকায় অভিযান চালিয়ে এসব পন্য উদ্ধার করা হয়। উদ্ধার পন্যের মধ্যে ২ হাজার ২ শত ২০ লিটার পোড়া মবিল, ১ টি ইলেকট্রনিক মোটর, ৩ বস্তা মুরলি প্রিমিয়াম টি-কফি মিক্স, ৬ বান্ডিল ওয়্যার রোপসহ চোরাইকাজে ব্যবহৃত বোট রয়েছে। উদ্ধার মবিলের আনুমানিক মূল্য ২০ লক্ষ ৪৫ হাজার ৮৫ টাকা।
এদিকে সকালে পিরোজপুরের মঠবাড়িয়া থানাধীন খেতাছিড়া এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। তবে দুটি ঘটনায়ই অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মালামাল ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সিয়াম-উল-হক ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে চোরাই মালামাল ও একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অপরাধিরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।