বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

‘শেখ হাসিনা পৃথিবীর অন্যতম সেরা প্রধানমন্ত্রী’ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২১১ বার পঠিত

শেখ হাসিনাকে পৃথিবীর অন্যতম সেরা প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নৌ পরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ’র) উদ্যোগে এবং বাংলাদেশ রোইং ফেডারেশনের সহযোগিতায় রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গা নদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামায়াত যখন বোমা ও গ্রেনেড হামলার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের কাছে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছিল, জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করেছিল, দুর্নীতিতে পরপর তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল, ঠিক সেই সময়ে আলোকবর্তিকা হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহন করেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা। এরপর থেকে তিনি একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছেন। বাংলাদেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।

তিনি বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি মানবতার জয়গান গেয়েছেন। গত ১২ বছরে বাংলাদেশের চেহারা পুরোপুরি বদলে গিয়েছে। পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উড়ালসেতু, পারমাণবিক বিদ্যুৎ, মহাকাশে স্যাটেলাইট, ঘরে ঘরে বিদ্যুৎ, ইন্টারনেট, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা।

মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এ নৌকাবাইচ প্রতিযোগিতা রাজধানীর সোয়ারীঘাট থেকে শুরু হয়ে কামরাঙ্গীরচরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা- ২ আসনের এমপি হাজী মোঃ সেলিম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান আব্দুল হামিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com