বিডি ঢাকা ডেস্ক
প্রতি মেট্রিক টন ৩০১ দশমিক তিন আট মার্কিন ডলারে মোট ৫০ হাজার মেট্রিক টন গম কিনবে সরকার। আজ বুধবার সচিবালয়ে এ সম্পর্কিত প্রস্তাবসহ মোট ১১টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে, প্রতি কেজি ১২০ দশমিক নয় শূন্য টাকায় ৫ হাজার মেট্রিক টন চিনি কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে।
২০২৪-২০২৫ অর্থবছরে কাতার থেকে চতুর্থ লটের ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার কিনবে সরকার, প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৮৯ দশমিক ছয় সাত মার্কিন ডলার। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজিও কিনবে সরকার, যথাক্রমে প্রতি ইউনিটের দাম ১৩ দশমিক এক এক এবং ১৩ দশমিক চার সাত মার্কিন ডলার।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, অর্থের যোগান পর্যাপ্ত রয়েছে বলে কেনাকাটায় সমস্যা হবে না। বৈঠকে কেনাকাটার লক্ষ্যমাত্রা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে, যেন মজুত বা উদ্বৃত্ত বেশি থাকে।