বিডি ঢাকা ডেস্ক
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করেছেন স্থানীয়রা। এর ফলে রেল চলাচল ব্যাহত হয়। অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর বিকল্প পথে চলাচল শুরু করে ট্রেন।
ভাঙ্গা রেলওয়ে পুলিশ জানায়, গাছের গুঁড়ি ফেলার কারণে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলস্টেশনে আটকে পড়ে। পরে ভাঙ্গা রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। তবে এলাকাবাসী তাতে রাজি না হওয়ায় মুকসুদপুরে অবস্থান করা ট্রেনটি কাশিয়ানী-বোয়ালমারী-কালুখালী-রাজবাড়ী-ফরিদপুর হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় যায়। এ ঘটনার পর থেকে এই বিকল্প রুট ব্যবহার করেই রেল চলাচল করছে।
ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মো. শাকিব আকন্দ বলেন, ঢাকা-খুলনা রেল যোগাযোগের জন্য ভাঙ্গা স্টেশন ব্যবহার করা সম্ভব না হওয়ায় ট্রেনগুলো ফরিদপুর-রাজবাড়ী-কুষ্টিয়া হয়ে চলাচল করছে। তবে রেলপথ অবরোধ করায় নগরকান্দা, মুকসুদপুর, লোহাগড়া ও যশোর হয়ে চলাচলকারী ঢাকা-খুলনা রুট বন্ধ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাফুর আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ভাঙ্গায় রেলপথ অবরোধ করায় বিকল্প পথে খুলনা-ঢাকার রেল যোগাযোগ চালু রয়েছে। এলাকাবাসীকে অনেক অনুরোধ করেও রেললাইন থেকে গাছের গুঁড়ি সরানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর স্থানীয়রা দুই দফায় ঢাকা-বরিশাল ও খুলনা মহাসড়ক অবরোধ করেন। এরপর ৯ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙ্গার বিভিন্ন এলাকায় ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ চলছে। একইসঙ্গে নির্বাচন কমিশনের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে এবং হাইকোর্টে এই সিদ্ধান্তের বিরুদ্ধে একটি রিট আবেদনও করা হয়েছে।