বিডি ঢাকা ডেস্ক
গাজীপুরে বেক্সিমকো ইন্ড্রাস্টিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহানগরের চক্রবর্তী এলাকায় আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে চন্দ্র-নবীনগর মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের ঘটনাস্থলের উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। বিকেল পৌণে ৫টায় এ সংবাদ লেখার সময় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছিল।
পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইড্রাস্টিয়াল পার্কে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বৈষ্যম বিরোধী ছাত্র-জনতার অভ্যুথানের পর গত কয়েক মাস ধরে শ্রমিকরা প্রতিমাসেরই আন্দোলন করে বেতন নিচ্ছে।
নভেম্বর মাসের ১৬ তারিখ হয়ে গেলেও বেক্সিমকোর শ্রমিকরা গত অক্টোবর মাসের বেতন পায়নি। ওই বেতন পরিশোধে দাবিতে মিকরা প্রথমে কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা সকাল সাড়ে ৮ টার দিকে মিছিল নিয়ে কারখানা থেকে কিছু সামনে চন্দ্রা-নবীনগর মহাসড়কের অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতেই ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং ঘটনাস্থলের মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবশ্য অবরোধের খবর পেয়ে অনেকে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেস্টা করছে। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ, সেনাবাহিনীর সদস্য বিষয়টি সমাধানের চেষ্টা করে।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এক মাসের (অক্টোবর) বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। এখনো (বিকেল পৌণে ৫টা) শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এতে যানচলাচল বন্ধ রয়েছে।