রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

গাজীপুরে রেললাইন বেঁকে গেলেও রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ঢাকা-গাজীপুর রেল সড়কের গাজীপুরে রেললাইন বেঁকে গেলেও অল্পের জন্য দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি। ওই ট্রেনে প্রায় ১২শ’ যাত্রীর ছিল। ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরের জয়দেবপুর জংশন ও ধীরাশ্রম স্টেশনের মধ্যবর্তী ছোটদেওড়া এলাকায়।

জয়দেবপুর জংশন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবারও ঢাকা-গাজীপুর ডুয়েল গেজ রেললাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দুপুর দুইটার কিছুক্ষণ পর হঠাৎ ডুয়েল গেজ আপলাইনের একটি রেললাইন ছোটদেওড়া এলাকায় প্রায় ২০মিটার স্লিপার লক ভেঙে সরে যায়। এতে ওই রেললাইন বাঁকা হয়ে যায়। যদিও এর মাত্র আধা ঘন্টা আগে একটি ট্রেন এই লাইন অতিক্রম করে গেছে। রেললাইন বাঁকা হওয়ার বিষয়টি নিরাপত্তা কর্মীদের নজরে আসলে তারা বেঁকে যাওয়া রেল লাইনের পাশে লাল পতাকা টানিয়ে এবং উভয় পাশের স্টেশনকে ঘটনাটি জানিয়ে দেয়। কিন্ত ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জেগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি ওই বার্তা পায় নি। দ্রুতগামী এ ট্রেন ধীরাশ্রম রেল স্টেশন অতিক্রম করে কিছুদূর এগিয়ে রেললাইনের উপর লাল পতাকা দেখতে পায়।

আসন্ন বিপদ অনুমান করে ট্রেনের লোকোমাস্টার ট্রেনটি থামিয়ে দেন। এতে ট্রেনটি বেঁকে যাওয়া রেললাইন থেকে মাত্র ৪০ মিটার দূরে এসে থেমে যায়। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ওই ট্রেন ও প্রায় ১২০০ যাত্রী।

বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোখলেছুর রহমান বলেন, ‘ধীরাশ্রম এলাকায় এসে রেল লাইনের উপর লাল পতাকা দেখতে পাই। তাৎক্ষণিকভাবে বেলা ২ টা ৩০ মিনিট এর সময় আমি ট্রেন থামানোর নির্দেশ দিলে ট্রেনটি থামানো হয়। পরে নেমে এসে নিরাপত্তা কর্মীদের পাওয়া যায় এবং তাদের কাছ থেকে ঘটনাটি জানতে পারি।’

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. হানিফ আলী জানান, ছোটদেওড়া এলাকায় আপলাইনে (ঢাক থেকে জয়দেবপুর আসার লাইন) রেললাইন বড় হয়ে বেঁকে গিয়েছিল। বেড়ে যাওয়া অংশ কেটে লাইনটি মেরামত করা হয়েছে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। তিনি আরো বলেন, ওই সময় আপ লাইনটি বন্ধ থাকলেও অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com