বিডি ঢাকা ডট কম নিউজঃ
গাজীপুরে বিশেষ অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারাবারিদের গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ১০ মামলার এক আসামিসহ দুই জন এবং অপর এক অভিযানে আরও দুইজনসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় পিস্তল, গুলি ও মাদক জব্দ করা হয়।
তারা হলো আব্দুল আজিজ, সোহেল ওরফে মদন সোহেল, জাহাঙ্গীর আলম ও শাহীন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী কমিশনার আবু সায়েম নয়ন জানান, শুক্রবার গাজীপুর শহরের শ্মশানঘাট ব্রিজ এলাকায় মাদক কারবারিরা মাদক কেনা-বেচা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। জীবন রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের গোলাগুলির একপর্যায়ে অজ্ঞাত ৩/৪ জন মাদক কারবারি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মো: আ: আজিজ (৪৫) নামের এক মাদক কারবারিকে বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
পরে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এছাড়া মো: সোহেল ওরফে মদন সোহেল (২৭) নামের অপর একজনকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের হামলায় সদর থানার কনস্টেবল শাহীন গুরুতর আহত হন। আহত পুলিশ সদস্য শাহীন ও মাদক কারবারি আজিজকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এদিকে, টঙ্গী পূর্ব থানার মাদক বিরোধী অভিযানে মো: জাহাঙ্গীর আলম (২৩) ও মো: শাহীনকে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।