বিডি ঢাকা ডেস্ক
রাজধানীর গুলশান ১ এ মেজবান ডাইন নামে একটি রেস্তোরাঁয় আগুন লাগার খবর পাওয়া যায়। কিন্তু ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুনের অস্তিত্ব পায়নি।
বৃহস্পতিবার (১৪ মার্চ) তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজিম উদ্দিন জানান, ইফতারের পরে গুলশান-১ নম্বরের একটি ভবনের পঞ্চম তলায় মেজবান ডাইন নামে একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে দুটি ইউনিট পাঠানো হয়।
আরো পড়ুন: হাতিরপুলে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
কিন্তু সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন দেখতে পাননি। তবে মেজবান ডাইন নামে ওই রেস্তোরাঁয় সেভদের ব্যবহৃত তোয়ালেতে আগুনের ঘটনা ঘটলে তারাই সেটি নিভিয়ে ফেলে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বলেন, মেজবান ডাইনে তেমন কোনো আগুনের ঘটনা ঘটেনি। হয়তো বাইরে থেকে কেউ ফায়ার সার্ভিসকে কল দিয়ে আগুনের খবর দিয়েছে। হোটেলের ব্যবহৃত একটি কাপড়ে একটু আগুন লেগেছিল।