মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

গুলিয়াখালী সাগর পাড়ে ৫ হাজার গাছের চারা রোপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৫৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সাগর উপকূলে ‘সবুজ চুরি আন্দোলন’ এর মাধ্যমে ৫ হাজার গাছের চারা রোপনের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২ মে) সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গুলিয়াখালী উপকূল এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও ইপসা এর উদ্যোগে বেঁড়িবাঁধের দুই পাশে ১ কিলোমিটারের বেশি জায়গায় গাছ রোপন করা হয়। ৩০ হাজার গাছের মধ্যে ২ হাজার ৫০০ তালগাছ ও ২ হাজার ৫০০ গোলপাতা গাছ রোপন করে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও স্থায়ীত্বশীল উন্নয়ন সংগঠন ইপসা।

এশিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং গবেষক ড. মোসে সেলভাকুমারের সভাপতিত্বে গ্রীণ বেঙ্গল প্রজেক্টের সহকারি প্রকল্প পরিচালক নুজাবা তাসান্নুম ও হাকিম মোল্লা এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ভাইস চ্যান্সেলর হিউ মার্টিন, সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন প্রমুখ।

এ সময় ১৯টি দেশের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় যুবক ও নারী স্বেচ্ছাসেবকরা এই বৃক্ষ রোপনে অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com