রাজশাহীর গোদাগাড়ীতে ৪০০ পিছ ইয়াবা-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টায় গোদাগাড়ী ইউনিয়নের চাঁন্দাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদ কারবারীরা হলো: মোঃ সেলিম রেজা (৩২), সে গোদাগাড়ীর থানার গড়েরমাঠ গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে ও মোঃ জাহিদুল ইসলাম সনি (২৮), সে একই থানার মহিষালবাড়ী গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।