বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রীকে কুপিয়ে আহতের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে ওই আওয়ামী লীগ নেতার মেয়ে বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে। বৃহস্পতিবার রাতে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠাল এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আঃ সাত্তারকে একই এলাকার ছাত্রদল নেতা আল আমিন বিশ্বাস ও তার পিতা মজিবুর রহমানসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তার স্ত্রী সুলেখা বেগম তাকে রক্ষা করতে গেলে তাকেও আঘাত করে ওই ছাত্রদল নেতা ও তার সঙ্গীরা। এ সময় অন্যরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় আহত ওই আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রীকে রাতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও এলাকার সাবেক সাংসদ জিয়াউর রহমান জানান, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করার আওয়ামী লীগ নেতা আঃ সাত্তার ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে ছাত্রদল নেতা ও তার সহযোগীরা।আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, এজাহার নামীয় ১ জনসহ ৪ জনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। মূল আসামিসহ অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।