বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে এসিআই মটরসের বার্ষিক সার্ভিস সোনালীকা ডে ২০২৩ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপি পার্বতীপুর সোনাবর আদর্শ কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীর রিজওনাল সার্ভিস ম্যানেজার মাহফুজার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রিজিওনাল সেলস ম্যানেজার মাহফুজার রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন এসিআই কোম্পানির সহকারী প্রোডাক্ট ম্যানেজার তানজিম ইসলাম, এরিয়া ম্যানেজার মেহেদী হাসান, সোনালিকা টাক্টর ডিলার এজাজ আহমেদ, ফোটন পিকআপের চাঁপাইনবাবগঞ্জ ডিলার নাহিদ,মার্কেটিং অফিসার সোলাইমান আলিসহ এসিআই মটরসের অন্যান্য কর্মকর্তা,সোনালীকা ট্রাক্টরের মালিক ও চালকরা। দিনব্যাপি এই মেলায় চালকের জন্য বিভিন্ন প্রকার প্রতিযোগিতা , স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী মূল্যে যন্ত্রানাংস বিক্রি, চালকের দক্ষতা বৃদ্ধি সহ এলাকার প্রায় শতাধিক গাড়ীর ইঞ্জিন বিনামূল্যে মেরামত করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।