বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মৌসুমী মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিচার বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বকরেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল প্রমুখ।