বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ছাত্রলীগের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে ছাত্রলীগের ৩টি ইউনিটের যৌথ আয়োজনে আয়োজিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি রুহুল আমিন, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা আক্তার পারুল, সাধারণ সম্পাদক হালিমা খাতুন,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলম সিদ্দীকী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হক,সাধারন সম্পাদক তাসরিফ আহমেদ,রহনপুর ই,আ, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দূরুল হোসেন ও সাধারন সম্পাদক মুরসালিন আলী সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।