বিডি ঢাকা ডট কম নিউজঃ মুজিববর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২২উদযাপন উপলক্ষে এক র্যালী,আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী, রহনপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন মাস্টার আকবর আলী প্রমূখ।পরে রহনপুর ফায়ার সার্ভিসের আয়োজনে এক অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দেখানো হয়।এদিক,বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো
টেকসই প্রকল্প দিবসটি পালন করা হয়।