বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানবাধিকার কর্মী ও যুবকদের নিয়ে মানবাধিকার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রহনপুর পৌরসভার হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ দেন ডাসকো ফাউন্ডেশনের টেকসই প্রকল্পের কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন- ডাসকো ফাউন্ডেশনের রিভাইভ প্রকল্পের জেনারুল ইসলাম জিন্নাহ, সবিতা রানী রায় ও প্রিন্স কোড়াইয়াসহ অন্যরা।
প্রশিক্ষণে উপজেলার তিনটি ইউনিয়ন রহনপুর, রাধানগর ও পার্বতীপুর এলাকার সমাজকর্মী, ইমাম, গৃহবধূ, ছাত্র-ছাত্রী, গণমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
প্রথমদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ কর্মশালা।