বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীনবরণ এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান রিপনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা জজ) মুহা. হাসানুজ্জামান রিপন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ব্যবসায়ী ও সমাজসেবক খাইরুল ইসলাম, অভিভাবক রুহুল আমিন। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন- খাতিজা খাতুন, মাহমুদা খাতুন, আনিকা রহমান, বিদায়ী শিক্ষার্থী তাননিম খাতুন, প্রাক্তন ছাত্রী জয়নব খাতুন।
আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মুহা. হাসানুজ্জামান রিপনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। এছাড়া ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।