বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব চিন্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল এবং বিশ্ব চিফ গাইড লেডি ওলেভ বেডেন পাওয়েল দম্পতির জন্মদিন উপলক্ষে এই দিবসটি পালন করা হয়।
শনিবার সকালে রহনপুর মহিলা কলেজ মিলনায়তনে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন গোমস্তাপুর উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আজিজুর রহমান।
শুরুতে কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক অফিসের অ্যাকাডেমি সুপারভাইজার আসমা খাতুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন সদস্যরা।
উল্লখ্য, ১৯২৬ সালে প্রথমবার গার্ল স্কাউটসের কথা মাথায় রেখে বিশ্বব্যাপী এই দিনটি উদ্যাপন শুরু করে।